ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এর মাঝে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। শিগগির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেবেন বলে জানা গেছে।.
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে ৮০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। এবারও একই পরিমাণের ঘোষণা আসতে পারে।.
এ সপ্তাহের সহায়তা প্যাকেজটির আকার বড় হয় তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে মোট মার্কিন সামরিক সহায়তার পরিমাণ হবে ৩ বিলিয়ন ডলারের বেশি।.
ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করে আসছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় পুতিন সরকার।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: